VIP Shahadat Hossain Technical School & Agriculture Institute

Education | Energy | Progress

School Code : 16122 | EIIN:127182। College Code: 16102 | EIIN: 135275

অনলাইন ফরম পূরণের নিয়মাবলীঃ


(1).খুব সহজ উপায়ে এবং অভিনব পদ্ধতিতে ফরম পূরণ করে আপনি আপনার স্থান থেকেই ভর্তি পরীক্ষার Admit Card সংগ্রহ করতে পারেন।

(2). প্রথমে ফরম এ উল্লেখিত প্রয়োজনীয় তথ্যাদি সঠিক ভাবে পূরণ করে ও পাসপোর্ট সাইজ এর একটি ছবি আপলোড করে ফরমটি SUBMIT করুন। ফরম এর উল্লেখিত তথ্যাদি অবশ্যই ইংরেজি/English এ পূরণ করতে হবে।

(3). সঠিক ভাবে ফরমটি SUMBIT হলে আপনার Registration Process Complete হবে এবং আপনি একটি Reference/Ref নাম্বার পাবেন। Reference/Ref নাম্বারটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে অথবা লিখে রাখতে হবে। মনে রাখবেন আপনার Registration Process Complete হয়েছে কিন্তু Admit Card পেতে হলে আপনাকে অবশ্যই Payment Process Complete করতে হবে এবং Payment Process এর জন্য Reference/Ref নাম্বারটি অতীব জরুরী।

(4). ফরম এর মূল্য আপনাকে IBBL এর Mobile Banking এর মাধ্যমে জমা দিতে হবে। আপনার নিজের অথবা অন্য কারো IBBL Account থেকে ক্লাস ৬ষ্ঠ হতে ৯ম এর জন্য 100 টাকা অথবা ক্লাস ডিপ্লোমা কোর্সে ১ম সেমিষ্টার ও ৩য় সেমিষ্টারে জন্য 200 টাকা (যেটি আপনার জন্য প্রযোজ্য) । IBBL এ সফল ভাবে টাকা জমা হলে আপনি একটি TrxID Number নাম্বার পাবেন। TrxID নাম্বারটি আপনাকে অবশ্যই লিখে/মনে রাখতে হবে। পরবর্তীতে Admit Card উত্তোলনের জন্য এই TrxID নাম্বারটি প্রয়োজন হবে। IBBL Payment এর বিস্তারিত তথ্য ছবির মাধ্যমে দেখানো হয়েছে।

(5). Admit Card উত্তোলনের জন্য আপনাকে Admit Card এ প্রবেশ করে Reference/Ref Number এবং TrxID number দিলেই খুব সহজে আপনি Admit Card টি Print করে নিতে পারবেন । কোন কারণে Admit Card হারিয়ে ফেললে আপনি এই Option এ এসে আবার আপনার Admit Card টি Print করে নিতে পারবেন। পরীক্ষার সময়সূচী Admit Card এ উল্লেখিত থাকবে।

(6). বিস্তারিত তথ্যের জন্য এবং কোন জটিলতার সম্মুখীন হলে এই নম্বর গুলোতে তৎক্ষণাৎ যোগাযোগ করুন। মোঃ আকতারুল ইসলাম (অধ্যক্ষ) মোবা: 01717277740, অফিস-01601277740

    

© 2024. Ganitik School and College Developed By GanitikTech